খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আজ সকাল থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু

আড়ংঘাটার গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নগরীর আড়ংঘাটা এলাকায় আলোচিত গণধর্ষণ মামলার প্রধান আসামি রুবেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে তাকে টিটিসি সামনে থেকে আটক করা হয়। গ্রেপ্তার রুবেল আড়ংঘাটা থানার তেলিগাতি এলাকার লিয়াকত সর্দারের ছেলে। পরবর্তীতে র‌্যাব তাকে থানায় হস্তান্তর করে।

প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমের র‌্যাব জানিয়েছে, পূর্ব পরিচয়ের সূত্র ধরে খালিশপুর নয়াবাটি এলাকার ফজলুর রহমান শাওন ভিকটিমকে ফুলবাড়িগেট এলাকায় নিয়ে যায়। ওইদিন সন্ধ্যায় আড্ডা দেওয়ার সময় চায়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তাকে পান করানো হয়। পরে তাকে তেলিগাতি মধ্যপাড়া আজগর সরদারের বাড়িতে নিয়ে যায় আসামিরা। সেখানে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে আসামি রুবেলসহ ৪ জন তাকে পালাক্রমে ধর্ষণ করে।

রাতে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে আড়ংঘাটা থানায় মামলা দায়ের করেন। পুলিশের পাশাপাশি র‌্যাব ৬ এর অভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার র‌্যাব জানতে পারে আসামি রুবেল আড়ংঘাটা টিটিসি মোড়ে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হলে সে সব স্বীকার করে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।

মামলার তদন্ত কর্মকর্ত তপন কুমার সিংহ বলেন, রুবেল থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বর্ণনা দিয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে তাকে বিকেলে আদালতে প্রেরণ করা হয়।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!