খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে

আলিপুর ইউপি চেয়ারম্যান রউফের বিরুদ্ধে তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার সাতক্ষীরা শাখার সহকারী পরিচালক সজীব তালুকদার এ তদন্ত কাজ শুরু করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা জিএম আব্দুল গফুর ২০২৩ সালের ২৯ জানুয়ারি চেয়ারম্যান আব্দুর রউফের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর এক অভিযোগপত্র প্রেরণ করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৬ মার্চ স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরা শাখা চিঠি দিয়ে শুনানির জন্য ১৬ মার্চ শুনানির দিন ধার্য করেন।

নির্ধারিত ১৬ মার্চ বৃহস্পতিবার উভয় পক্ষকে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা সাতক্ষীরার সহকারী পরিচালকের কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার সহকারী পরিচালক সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার উভয় পক্ষের কাছ থেকে অভিযোগের শুনানি করেন। শুনানিতে অভিযোগের স্বপক্ষে প্রামাণিক দলিল পত্রাদি উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা জিএম আব্দুল গফুর।

শুনানিকালে স্বাক্ষী হিসেবে বিভিন্ন স্বাক্ষ্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার মোশাররফ হোসেন (মশু), বীর মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার মোঃ সফিক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলতাফ হোসেন, আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মশিউর রহমান (ময়ুর ডাক্তার), আলিপুর মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি মোঃ কামরুল ইসলাম। বিবাদী হিসেবে ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ শুনানিতে উপস্থিত ছিলেন।

তদন্তের বিষয় জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার সহকারী পরিচালক সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, উভয় পক্ষের কাছ থেকে পক্ষে বিপক্ষে অভিযোগ শুনেছি। তদন্ত অব্যহত আছে। তদন্ত কাজ শেষ হলে বিস্তারিত বলা যাবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!