আয়ারল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। বিশ্রামে রাখা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে, ফলে দলে নেই তিনি। ডাক পেয়েছেন জাকির হাসান।
ইংল্যান্ড সিরিজ শেষেই আয়ারল্যান্ড সিরিজে মাঠে পড়তে হবে টাইগারদেরকে। তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে দুই দল। এরপর একটি টেস্ট ম্যাচও খেলবে তারা। ইতোমধ্যে বাংলাদেশে চলে এসেছে আয়ারল্যান্ড দল।
সেই সিরিজকে সামনে রেখে প্রথম দুই ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। বিশ্রামে রাখা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে।
এছাড়া সর্বশেষ ইংল্যান্ড সিরিজের দল থেকে এবারের দলে নেই তাইজুল ইসলামও। দলে ফিরেছেন ইয়াসির আলী চৌধুরী এবং শরিফুল ইসলাম। প্রথমবারের মত ডাক পেলেন জাকির হাসান। রিয়াদকে বিশ্রামে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আগামী ১৮ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দুই দল।
প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, জাকির হাসান।
খুলনা গেজেট/এমএম