বৃষ্টি থামার পর লিটন ও শান্তর বিদায়ের ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেছিলেন তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসান। তবে তাদের দুজনকে জুটি বেশি বড় করতে দেননি আজমতউল্লাহ। ডানহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে ড্রাইভ করতে চেয়েছিলেন সাকিব। তবে শর্ট মিড উইকেটে থাকা মোহাম্মদ নবি ডান দিকে খানিকটা ঝাঁপিয়ে পড়ে নিচু হওয়া ক্যাচ লুফে নিলে ফিরে যেতে অভিজ্ঞ এই অলরাউন্ডার।
সাকিবের ব্যাট থেকে এসেছে ১৪ রান। সাকিব ফেরার পরের ওভারে আউট হয়েছেন মুশফিকুর রহিমও। রশিদ খানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন ১ রান করা এই ব্যাটার।
রশিদ খানের দ্বিতীয় শিকার হয়েছেন আফিফ। ৪ রান করেই ফিরলেন তিনি।
এর আগে পরপর দুই ওভারে ফিরেছিলেন লিটন ও নাজমুল। এবার পরপর দুই ওভারে নেই সাকিব ও মুশফিক। ১২৮ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। চট্টগ্রামে বাংলাদেশ চাপে ছিল, সেটি আরও বাড়ল।
খুলনা গেজেট/এমএম