যশোরে আওয়ামী লীগের আলোচিত তিনটি কমিটি বাতিল করা হয়েছে। কাঁটা-ছিড়া ও বহু বিতর্কের জন্ম দেয়া যশোর পৌর আওয়ামী লীগ, অভয়নগর ও মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের এ কমিটি কেন্দ্র থেকে বাতিল করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজ্জামেল হক এসব কমিটি বাতিল করার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী কোনো উপজেলা বা পৌর এলাকায় আওয়ামী লীগের কমিটি গঠন করার জন্য সংশ্লিষ্ট আসনের দলীয় সংসদ সদস্য বা ওই অঞ্চলের জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্থায়ী ঠিকানা হলে তাদের সবার সাথে আলাপ-আলোচনা মাধ্যমে কমিটির অনুমোদন দিতে হবে। কিন্তু যশোর পৌর, অভয়নগর ও মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনের কোনো সংসদ সদস্যের সাথে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আলাপ-আলোচনা করেননি। সংসদ সদস্যদের উপেক্ষা করে অনুমোদন দেয়ার জন্য কমিটিগুলো বাতিল করা হয়েছে।
সূত্র জানায়, দীঘদিন ধরে যশোর পৌর, অভয়নগর ও মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ছিলো না। শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়ে পরিচালনা করা হচ্ছিলো। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এককভাবে পৃথক স্বাক্ষরের মাধ্যমে কয়েকটি শাখার অনুমোদন দেন। কয়েক সপ্তাহ আগে জেলার ওই শীর্ষ দুই নেতা সমঝোতার মাধ্যমে কমিটিগুলো যৌথ স্বাক্ষরে অনুমোদন দেন। পরীক্ষিত ও ত্যাগী অনেকের নাম ওই কমিটিতে স্থান পাননি। কাটাছিড়া করে নিজেদের পছন্দের ও অনুগতদের নেতা বানান তারা। কয়েকজনের কাছ থেকে অনৈতিক সুবিধা নেয়ারও অভিযোগ ছিলো। এ জন্য কমিটি অনুমোদনের পর জেলাব্যাপী সমালোচনা ও বিতর্কের ঝড় উঠে। তাই যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য ওই ইউনিটগুলো বাতিল করা হয়েছে।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।
খুলনা গেজেট/কেডি