এক বৎসর আগে ওয়ার্ড কমিটি গঠন হলেও পূনাঙ্গ কমিটি যাচাই বাছাই করে আজ চুড়ান্ত করা হয়েছে। দলের নগর শাখার নির্বাহী কমিটির আগামী সভায় এ ওয়ার্ড কমিটি অনুমোদন দেওয়া হবে। বুধবার সকালে নগর কার্যালয়ে দলের নগর শাখার এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
নগর সভাপতি ও মেয়র তালুকদার আব্দুল খালেক এ সভায় সভাপতিত্ব করেন। সভায় সাধারন সম্পাদক এমডি রানা, সহসভাপতি শ্যামল সিংহ রায়,জামালউদ্দিন বাচ্চু,মাহবুব আলম সোহাগ,সদর থানা শাখার সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম,সাধারন সম্পাদক ফকির সাইফুল ইসলাম,জামিরুল হুদা জহর ও এমরানুল হক বাবু আলোচনায় অংশগ্রহণ করেন।
সভায় ওয়ার্ড কমিটির পূর্বের রাজনৈতিক জীবন যাচাই বাছাই করে ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি চুড়ান্ত করা হয়। এ ওয়ার্ড কমিটির সম্মেলনে জামিরুল হুদা জহরকে সভাপতি ও এমরানুল হক বাবুকে সাধারন সম্পাদক করে এক বৎসর আগেই কমিটি গঠন করা হয়।
খুলনা গেজেট/ এস আই