খুলনা, বাংলাদেশ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ১০ জুলাই (বৃহস্পতিবার)
  সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও দুই দিনের রিমান্ডে
  খুলনাসহ ৫ বিভাগে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস

অস্ত্র মামলায় সন্ত্রাসী আজগরের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, যশোর

Coat

যশোরে অস্ত্র মামলায় হত্যাসহ একাধিক মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী আজগর আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার যশোরের অতিরিক্ত জেলা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজগর আলী সদর উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন এপিপি শ্যামল কুমার মজুমদার।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২০ অক্টোবর রাতে বাঘারপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার রাঘবপুর গ্রামে একদল ডাকাত অবস্থান করছে। তাৎক্ষনিক পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে কাজলকে আটক করে। পরে কাজলের স্বীকারোক্তিতে আটক করা হয় আজগর আলীকে। এ ঘটনায় মামলা হয় বাঘারপাড়া থানায়। এরপর আজগরকে রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডে আজগর জানায় ঘটনাস্থলে তিনি ছিলেন এবং তার কাছে একটি ওয়ান শুটারগান অস্ত্র ছিলো। অস্ত্রটি সে ডাকাতির স্থানে ফেলে এসেছে। তার স্বীকারোক্তি অনুযায়ি ২৮ অক্টোবর ঘটনাস্থলে গিয়ে ওই ওয়ান শুটারগানটি উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় বাঘাপাড়া থানার এসআই শরিফুল ইসলাম আটক আজগরের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা করেন। ওই মামলাটি তদন্ত করে ২০১২ সালের ১৯ নভেম্বর আজগর আলীর বিরুদ্ধে চার্জশিট দেন এসআই জিল্লুর রহমান। সর্বশেষ বুধবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত। এসময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
রায়ে আরও উল্লেখ করা হয়, আসামি আজগরের বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় তিনটি হত্যা, দুটি অস্ত্র মামলাসহ আটটি মামলা রয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!