খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত
  শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম গ্রেপ্তার
  নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২

অসুস্থ কাশেমের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আবেদন

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে জটিল রোগে আক্রান্ত মুদি দোকানদার মো. আবুল কাশেমের (৬০) চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আবেদন করেছেন তাঁর পরিবার। আবুল কাশেম উপজেলার গুয়াখোলা গ্রামের রেলবস্তির মৃত বদু মিয়ার ছেলে।

আবুল কাশেমের ছেলে মো. সোহাগ কাজি বলেন, চলতি বছরের এপ্রিল মাসে বাবা অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষার পর লিভারে জন্ডিস ধরা পড়ে। পরবর্তীতে ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খুলনা মেডিক্যালে প্রায় এক মাস চিকিৎসা দেওয়ার পর টাকার অভাবে বাবাকে বাড়ি ফিরিয়ে আনতে হয়। জমানো ও সমিতি থেকে ঋণ করা টাকা নিয়ে বাড়ি রেখে তার চিকিৎসাও চলছিল। গত সেপ্টেম্বর মাসে তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়লে খুলনার আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকটি পরীক্ষায় পেটে টিউমার, লিভার সমস্যা ও জটিল রোগের কথা জানিয়ে ঢাকায় শেখ রাসেল হাসপাতালে নিয়ে যাওয়া এবং অপারেশন করানোর পরামর্শ দেন আদ্-দ্বীন হাসপাতালের ডা. মো. হানিফ (ইমন)।

তিনি আরও বলেন, বাবার অসুস্থতার কারণে রেলবস্তির সামনে মুদি দোকানটিও বন্ধ করতে হয়েছে। দরিদ্র পরিবার, বাবা অসুস্থ হওয়ার পর থেকে এ পর্যন্ত ধারদেনা করে কয়েক লাখ টাকা ব্যয় করা হয়েছে। ডাক্তারদের মতে ছয় লাখ টাকা হলে বাবার অপরাশেনসহ চিকিৎসা করানো সম্ভব। এতো টাকা জোগাড় করা আমাদের মত দরিদ্র পরিবারের পক্ষে অসম্ভব। তাই সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের নিকট আর্থিক সহযোগিতা কামনা করছি। আপনাদের সহযোগিতায় আমার বাবার অপারেশন ও চিকিৎসা করানো সম্ভব। সাহায্যের জন্য যোগাযোগ করুন, মো. সোহাগ কাজি- বিকাশ নং- ০১৯১২-৩৪৮৬৩৬।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!