খুলনা, বাংলাদেশ | ২৩ আশ্বিন, ১৪৩১ | ৮ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২১৮
  বিএনপি কর্মী খুনের মামলায় সাবের হোসেন ৫ দিনের রিমান্ডে
  সামিট গ্রুপের আজিজসহ পরিবারের ১১ সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

অসুস্থ ও নির্যাতিত নেতাকর্মীর পরিবারের সাথে খুলনা বিএনপির ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদক

সামাজিক দূরত্ব বজায় রেখে গুম, খুন, নির্যাতিত ও করোনায় মৃত বিএনপির নেতাকর্মীদের পরিবারের সঙ্গে দেখা করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও দলীয় নেতাকর্মীরা। পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শেষ করে বিএনপির প্রয়াত সভাপতি এম নুরুল ইসলাম দাদু ভাইয়ের পরিবারের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে কর্মসুচি শুরু হয়।

পর্যায়ক্রমে মহানগর বিএনপি সাবেক সাধারন সম্পাদক ও সাবেক এমপি মরহুম কাজী সেকেন্দার আলী ডালিমের পরিবার, সহ সভাপতি মরহুম এস এম মোরশেদ আলমের পরিবার, শহীদ ওয়াহিদুজ্জামান চঞ্চলের মা, গুমের শিকার বাবুর পরিবার, খানজাহান আলী থানার বিএনপির সভাপতি অসুস্থ মীর কায়সেদ আলী, গুরুতর অসুস্থ সাধারন সম্পাদক আমজাদ হোসেনকে দেখতে যান।

ঈদের দ্বিতীয় দিন নিহত যুবদল নেতা মরহুম সোহেল, মরহুম সুলতান ক্যাপ্টেন, পুলিশী হামলায় নিহত বাবুল কাজির পরিবার ও অসুস্থ বিএনপির সহ সভাপতি সিরাজুল ইসলাম মেঝে ভাইকে দেখতে যান। এসময় মেঝভাইয়ের পোতাকে কোলে নিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া যুবদল নেতা মরহুম ইফতেখার বিশ্বাস, মরহুম লাভলু, শ্রমিকদল নেতা সিদ্দিকুর রহমান সিকো, মরহুম তোকা মিয়া, মরহুম আব্দুর রাজ্জাক, মরহুম আমজাদ মেম্বর, মরহুম আফসার হোসেন, মরহুম খালেক বাদশা, মরহুম নাসির উদ্দীনের পরিবারসহ পুলিশ ও আওয়ামী হামলায় আহত এবং কারা নির্যাতিতদের পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

রবিবার খুলনা ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, রেড ক্রিসেন্ট সোসাইটির সংগঠক ও সমাজ সেবক মোজাফ্ফর হোসেনকে দেখতে যান। মঞ্জু ছোট বেলার স্কুল-কলেজের বন্ধুদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। রবিবার সন্ধ্যায় নেতৃবৃন্দ সাবেক ছাত্রনেতা মাসুমের জানায় অংশগ্রহন করেন এবং পরিবারের সাথে সাক্ষাত করেন।

এছাড়া রায়েরমহলের মরহুম আব্দুল আজিজ, আব্দুস সালাম, মোনায়েম খানের পরিবারের সাথে সাক্ষাত করেন। পরে রাতে নির্যাতিত সাংবাদিক আবু তৈয়ব মুন্সীর পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় সাধারন সম্পাদক সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ মনিরুজ্জামান, জাফরুল্লাহ খান সাচ্চু, সহ সভাপতি ফজলে হালিম লিটন, আসাদুজ্জামান মুরাদ, স ম আব্দুর রহমান, ইকবাল হোসেন, মেহেদী হাসান দীপু, ইউসুফ হারুন মজনু, তরিকুল ইসলাম তরু, সাজ্জাদ আহসান পরাগ, হাসানুর রশিদ মিরাজ, নাজির উদ্দিন নান্নু, জামিরুল ইসলাম জামির, মোস্তফা কামাল, মোহাম্মাদ আলীসহ থানা ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!