খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

অষ্টম ব্যালন ডি’অর জিতে নতুন রেকর্ড মেসি’র

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক গণমাধ্যমে চলছিল জোরালো গুঞ্জন। শেষমেশ সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিল। সাফল্যের মুকুটে আরেকটি রঙিন পালক যুক্ত করে নিজের কীর্তিকে আরও উঁচুতে নিয়ে গেলেন লিওনেল মেসি। গত ফেব্রুয়ারিতে ফিফা বর্ষসেরা হওয়া আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড এবার জিতলেন বর্ণাঢ্য ক্যারিয়ারের রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর।

সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসের থিয়েটার দ্যু শাতলেতে একটি জাঁকজমকপূর্ণ আয়োজনে ২০২৩ সালের ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা করা হয়। ইন্টার মায়ামিতে খেলা ৩৬ বছর বয়সী মেসির সঙ্গে লড়াইয়ে পেরে ওঠেননি নরওয়ে ও ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ড এবং পিএসজি ও ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।

সাদা শার্টের ওপর কালো কোট ও কালো বো টাই পরে অনুষ্ঠানে যোগ দেন মেসি। তার সঙ্গে ছিলেন তিন ছেলে ও স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো। এরপর মেসির অষ্টম ব্যালন ডি’অর জেতার ঘোষণা দেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম।

এবারের ব্যালন ডি’অরের জন্য বিবেচিত সময়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ গোল ও ২৬ অ্যাসিস্ট করেন মেসি। সাবেক ক্লাব পিএসজির হয়ে লিগ ওয়ানসহ দুটি শিরোপা জেতেন তিনি। তবে তাকে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে রাখা হচ্ছিল বিশ্বকাপ জেতার কারণে। কাতারের মাটিতে গত বছরের ডিসেম্বরে আর্জেন্টিনার জার্সিতে পরম আরাধ্য শিরোপা উঁচিয়ে ধরেন মেসি। পাশাপাশি আসরজুড়ে চোখ ধাঁধানো পারফরম্যান্সে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তিনি জেতেন সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল।

প্রথম ফুটবলার হিসেবে তিনটি ভিন্ন ক্লাবে থাকাকালে ব্যালন ডি’অর জিতলেন মেসি। যুক্তরাষ্ট্রের মেজর সকার (এমএলএস) লিগের ক্লাব মায়ামির হয়ে তো বটেই, ইউরোপের বাইরের কোনো ক্লাবের হয়ে এই পুরস্কার জেতা প্রথম ফুটবলার তিনি। এর আগে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও ফরাসি ক্লাব পিএসজির হয়ে মোট সাতবার (২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ ও ২০২১) ব্যালন ডি’অর বগলদাবা করেন লা পুল্গা।

অথচ গত বছর ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে মনোনয়ন পাওয়া ৩০ জনের সংক্ষিপ্ত তালিকাতেই ছিলেন না মেসি। কারণ ২০২১ সালে বার্সাকে বিদায় বলে পিএসজিতে যাওয়ার পর সেখানে প্রথম মৌসুমে একেবারেই সাদামাটা ছিলেন তিনি। সেই ধাক্কা সামলে এবার তিনি ফিরলেন ও জয় করলেন।

চলতি বছর সংক্ষিপ্ত তালিকায় জায়গা মেলেনি পর্তুগাল ও সৌদি আরবের ক্লাব আল নাসরের ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোর। ব্যালন ডি’অর জয়ের পরিসংখ্যানে মেসির পরেই তার অবস্থান। তিনি দ্বিতীয় সর্বোচ্চ এই পুরস্কার জিতেছেন।

ফুটবলারদের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হলো ব্যালন ডি’অর। প্রতি বছর ফুটবল বিষয়ক সাময়িকী ফ্রান্স ফুটবল এই সম্মাননা দিয়ে থাকে। ১৯৫৬ সালে এটির যাত্রা শুরু হয়েছিল। এবার হলো ৬৭তম ব্যালন ডি’অর অনুষ্ঠান। কালের পরিক্রমায় এটি পরিণত হয়েছে ব্যক্তিগত পর্যায়ে ফুটবলের সর্বোচ্চ পুরস্কারে।

এবারের ব্যালন ডি’অরের জন্য বিবেচনায় নেওয়া হয়েছে ২০২২ সালের ১ অগাস্ট থেকে ২০২৩ সালের ৩১ জুলাই পর্যন্ত সময়সীমাকে।

ছেলেদের বিভাগে পুরস্কারের পাশাপাশি মেয়েদের বিভাগে ব্যালন ডি’অর ফেমিনি পুরস্কার, সেরা তরুণ খেলোয়াড়ের (অনূর্ধ্ব-২১ বছর) পুরস্কার কোপা ট্রফি, সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াশিন ট্রফি, কোনো ফুটবলারের মানবিক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে সক্রেতিস পুরস্কার, সেরা গোলদাতার পুরস্কার গার্ড মুলার ট্রফি ও দুই বিভাগে বর্ষসেরা ক্লাবের পুরস্কার দেওয়া হয়।

ফ্রান্স ফুটবল ও ক্রীড়া বিষয়ক ফরাসি গণমাধ্যম লেকিপের স্টাফদের সমন্বয়ে গঠিত প্যানেল প্রথমে ৩০ জন শীর্ষ ফুটবলারের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ হয়। এরপর সেই তালিকা থেকে ১০০ জন সাংবাদিক নিজেদের পছন্দমতো শীর্ষ পাঁচ খেলোয়াড়কে বাছাই করেন। এই সাংবাদিকদের বেছে নেওয়া হয় ছেলেদের ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা ১০০ দেশ থেকে।

বাছাইকৃত পাঁচ জনের তালিকার প্রথমে থাকা ফুটবলার পান ছয় পয়েন্ট। তবে পাঁচ পয়েন্ট কাউকে দেওয়া হয় না। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা খেলোয়াড়রা যথাক্রমে পান চার, তিন, দুই ও এক পয়েন্ট। সাংবাদিকদের ভোটের পর মোট পয়েন্টের হিসাবে যিনি প্রথম হন, তার হাতেই ওঠে মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর।

পুরস্কারের তালিকা:

ব্যালন ডি’অর: লিওনেল মেসি (আর্জেন্টিনা, ইন্টার মায়ামি/পিএসজি)

শীর্ষ পাঁচের বাকিরা:
দ্বিতীয়- আর্লিং হালান্ড (নরওয়ে, ম্যানচেস্টার সিটি)
তৃতীয়- কিলিয়ান এমবাপে (ফ্রান্স, পিএসজি)
চতুর্থ- কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম, ম্যানচেস্টার সিটি)
পঞ্চম- রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি)

ব্যালন ডি’অর ফেমিনি: আইতানা বনমাতি (স্পেন, বার্সেলোনা)

ইয়াশিন ট্রফি: এমিলিয়ানো মার্তিনেজ (আর্জেন্টিনা, অ্যাস্টন ভিলা)

কোপা ট্রফি: জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড, রিয়াল মাদ্রিদ/বরুশিয়া ডর্টমুন্ড)

গার্ড মুলার ট্রফি: আর্লিং হালান্ড (নরওয়ে, ম্যানচেস্টার সিটি)

সক্রেতিস পুরস্কার: ভিনিসিয়ুস (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ)

ছেলেদের বর্ষসেরা ক্লাব: ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড)

মেয়েদের বর্ষসেরা ক্লাব: বার্সেলোনা (স্পেন)।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!