খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

অভয়নগরে ৭২ নমুনায় করোনা পজিটিভ ৪৮

অভয়নগর প্রতিনিধি

অভয়নগরে ৭২ জনের নমুনায় ৪৮ জনের করোনা পজিটিভ এসেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৭২ জনের নমুনায় সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছিল আজ শনিবারে (২৬ জুন) এই রিপোর্ট হাতে এসেছে। এতে ৪৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

এ পযর্ন্ত করোনায় মারা গেছেন ৩০জন। অনেকেই করোনা উপর্সগ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।

কেউ কেউ বিভিন্ন জায়গায় করোনা উপসর্গ গোপনে চিকিৎসা নিচ্ছেন। এ কারণে অভয়নগরবাসীর মাঝে করোনার ভীতি বাড়ছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। দেখা দিয়েছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট।

এলাকাবাসীর দাবি, যশোর জেলা ভারতের বর্ডার এলাকা হওয়ায় দেখা দিয়েছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট। অবৈধ ভাবে যশোর অঞ্চলে ভারত থেকে আশা মানুষের কাছ থেকে এ সংক্রমণ বাড়ছে। যার ফলে পাবলিক ট্রান্সমিশনও শুরু হয়েছে। ফলে করোনার এক ভয়াবহ সময় পার করছে অভয়নগরের মানুষ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহামুদুর রহমান রিজভী বলেন, ৭২ জনের নমুনায় করোনা পজিটিভ হয়েছে ৪৮ জনের । করোনার ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে নওয়াপাড়া পৌর, ইউনিয়নের বিভিন্ন এলাকায়। এ অবস্থায় সকলকে প্রশাসনের কঠোর বিধি নিষেধ মানার আহবান করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!