যশোরের অভয়নগরে প্রেমবাগ ইউনিয়নের নাঈমা খাতুন নামে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যাকারী আমজাদ মোল্ল্যার ফাঁসির দাবিতে চেঙ্গুটিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার চেঙ্গুটিয়া বাজারে যশোর-খুলনা মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামবাসী এবং চেঙ্গুটিয়া ঘোপেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধনে সভাপতিত্ব করেন মো. মহিদুল ইসলাম বিশ্বাস।
এ সময় বক্তব্য রাখেন সংরক্ষিত ওয়ার্ডে পৌর কাউন্সিলার রোকেয়া বেগম, সর্দার বাবুল আক্তর, হাফেজ এইচ এম মহাসিন, শিক্ষক রীতা পোদ্দার, উপজেলা কৃসকলীগের সভাপতি ও মানবধিকার কর্মী মুন্সি আব্দুল মাজেদ, সম্পাদক মনির হোসেন তাপস, বিএনপি নেতা রেজাউল ইসলাম রেজা, উপজেলা সেচ্ছাসেবকলীগের সম্পাদক সফি কামাল প্রমূখ। উল্লেখ্য রবিবার (৭ আগস্ট) রাত আনুমানিক ১১ টার সময় উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে ধলিয়ার বিলে মোসলেম উদ্দিনের পরিত্যক্ত ডোবার কচুরিপানার ভেতর থেকে নাঈমা খাতুনের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। শিশু নাঈমা বালিয়াডাঙ্গা গ্রামের মনিরুল বিশ্বাসের মেয়ে এবং চেঙ্গুটিয়া ঘোপেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। সোমবার মধ্যরাতে (মঙ্গলবার ৯ আগস্ট) শিশু নাঈমার বাবা বাদি হয়ে ধর্ষণের পর হত্যা ও লাশ গুমের অভিযোগে আমজাদ মোল্যার নামে মামলা দায়ের করেন। মামলার একমাত্র আসামি আমজাদ মোল্ল্যাকে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন।