অভয়নগরে মিজার আলী (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের জেল ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেএম রফিকুল ইসলাম জেল ও জরিমানার দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত মিজার আলী উপজেলার রাজঘাট সাভারপাড়া গ্রামের ওসমান আলী গাজীর ছেলে।
আদালত সূত্র জানান, প্রকাশ্যে মাদক বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে সাভারপাড়া গ্রামে স্থানীয় পুলিশ নিয়ে অভিযান চালানো হয়। এক পর্যায়ে ওসমান আলীর বাড়িতে অভিযান চালিয়ে প্রকাশ্যে গাঁজা বিক্রি করার দায়ে মিজার আলীকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৬ গ্রাম গাঁজা। প্রকাশ্যে মাদক ক্রয়-বিক্রয়ের অপরাধ স্বীকার করলে মিজার আলীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, মিজার আলী দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা, ফেন্সিডিও ও ইয়াবা বিক্রি করে আসছে। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
খুলনা গেজেট/কেএম