খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

অভয়নগরে আওয়ামী লীগ নেতার বাড়িতে দুধর্ষ ডাকাতি

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। দোতলার গ্রিল কেটে ঘরে ঢুকে প্রাইজবÐসহ নগদ টাকা, স্বর্ণালঙ্কার, একটি ডিভিআর মেশিন ও দুটি মোটরসাইকেল নিয়ে গেছে। পুলিশ ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বুধবার ভোর রাতে উপজেলার গুয়াখোলা গ্রামে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় সংলগ্ন গোলাম জহিরুল হক লিখন নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে এ ঘটনা ঘটে। লিখন একই গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির দপ্তর সম্পাদক।

খবর পেয়ে বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র এনামুল হক বাবুলসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ লিখনের বাড়িতে উপস্থিত হন। নেতৃবৃন্দ লিখনের পরিবারের পাশে থাকা ও পুলিশের প্রতি আস্থা রাখার আহবান জানান।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে জহিরুল হক লিখন বলেন, ‘বুধবার ভোর আনুমানিক ৪ টার দিকে ৬ থেকে ৭ জন ডাকাত আমার ঘরে ঢোকে। ঘুম থেকে উঠিয়ে গলায় রামদা ঠেকিয়ে তারা আমাকে ও আমার স্ত্রীকে বেঁধে নিচের তলায় নিয়ে যায়। এসময় তারা সাতজন ঢুকেছে এবং বাকি ২০ জন বাড়ির বাইরে অবস্থান করছে বলে চিৎকার করতে নিষেধ করে। পরে তারা বাড়ির সকলকে বেঁধে নিচের তলায় মা’র ঘরের আলমারিতে থাকা প্রাইজবন্ডসহ নগদ দুই লাখ টাকা, আনুমানিক ৩৮ ভরি স্বর্ণালঙ্কার, সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিন ও দুটি মোটরসাইকেল নিয়ে চলে যায়।’

লিখনের মা বলেন, ‘আমি একজন বৃদ্ধ মানুষ। ডাকাত দলের সদস্যরা আমার গলায় থাকা স্বর্ণের চেইন টেনে ছিড়ে নেয়। তারা আমার হাতের আঙটিও খুলে নেয়। তাদের কথাবার্তায় মনে হয়েছে সবাই শিক্ষিত ও স্মার্ট। তারা নিজেদেরকে ডাকাত দাবি করে ঘটনার বিষয়ে বাড়াবাড়ি না করার হুমকি দিয়ে চলে যায়। বর্তমানে পরিবারের সকলে নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি।’

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও এসেছেন। চোর চক্র বারান্দার গ্রীল কেটে ঘরে ঢুকে টাকা, স্বর্ণালঙ্কার, সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনসহ দুটি মোটরসাইকেল নিয়ে গেছে। আলামত হিসেবে দুটি রামদা, একটি স্ক্রু ড্রাইভার ও গ্রীলের কাটা অংশ উদ্ধার করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।’

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!