খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

অবসরের ইঙ্গিত তামিমের!

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের বিশ্বকাপ দলে নেই তামিম ইকবাল। তাকে ছাড়াই ১৫ সদস্যের দল নিয়ে ভারতের গেছেন টাইগাররা। এ নিয়ে গতকাল বুধবার অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। ভিডিও বার্তায় কথা বলেছেন তামিম নিজেও। এরপর একটি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন সাকিব আল হাসান। তারা দুজনই এ বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি যুক্তি দিয়েছেন।

এবার তামিম নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে তার শেষ ম্যাচের তারিখ উল্লেখ করেছেন। তবে কি অবসরের ইঙ্গিত দিয়ে রাখলেন এই তারকা?

গত ২৩ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে হারলেও এশিয়া কাপ না খেলা তামিম একাদশে ফেরেন। এমনকি ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রানও (৪৪) করেন দেশসেরা এই ওপেনার। যদিও তৃতীয় ম্যাচে ফিটনেস ইস্যুতে বিশ্রামে যান তিনি। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের এখন পর্যন্ত সেটিই শেষ ম্যাচ।

ফেসবুক পোস্টে সেই ম্যাচে নিজের করা একটি শটের ছবি দিয়ে তামিম ক্যাপশনে লেখেন, ‘সবসময় আলোর দিকে এগিয়ে যাবেন, অন্ধকার এমনিতেই আপনার পেছনে পড়ে যাবে। বনাম নিউজিল্যান্ড, সেপ্টেম্বর ২৩, মিরপুর।’

এর আগে যে ১৫ জন বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন তাদের শুভকামনা জানিয়ে সাবেক এ অধিনায়ক বলেন, ‘দিন শেষে যে ১৫ জনই বিশ্বকাপে গেছে, তাদের অনেক অনেক শুভকামনা জানাই। আশা করি, তারা যতটুকু সম্ভব বাংলাদেশের জন্য সাফল্য নিয়ে আসবে।’

প্রসঙ্গত, তামিম ইকবাল দেশের হয়ে টেস্ট, ওয়নাডে ও টি-টোয়েন্টি মিলে ৩৯১ ম্যাচে অংশ নেন। ব্যাট হাতে দেশের হয়ে সবচেয়ে বেশি ২৫টি সেঞ্চুরি আর ৯৪টি ফিফটির সাহায্যে দেশের হয়ে সর্বোচ্চ ১৫ হাজার ২৫১ রান করেন তামিম।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!