সব আলোচনার অবসান ঘটিয়ে অবশেষে যশোর পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ মার্চ আলোচিত এ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার নির্বাচন কমিশন থেকে নির্বাচনের এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার হুমায়ূন কবির।
ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী, যশোর পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা ১৫ মার্চ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। আর ভোটগ্রহণ করা হবে ৩১ মার্চ।
এর আগে গত ১৯ জানুয়ারি যশোর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি যশোর পৌরসভার ভোট হওয়ার কথা ছিল। কিন্তু একটি রিটের শুনানি শেষে গত ৯ ফেব্রুয়ারি পৌরসভার এ নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। পরে ১৮ ফেব্রুয়ারি হাইকোর্টের নির্দেশনা নির্বাচন কমিশন হয়ে যশোর জেলা নির্বাচন অফিসে আসলে ভোটগ্রহণের প্রক্রিয়া স্থগিত করা হয়। তবে ওই দিনই সুপ্রিম কোর্টের চেম্বার আদালত হাইকোর্টের নির্দেশনা স্থগিত করেন। পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চেম্বার আদালতের রায় বহাল রাখেন। অর্থাৎ যশোর পৌরসভা নির্বাচনের আইনি বাধা কেটে যায়। এরপর নির্বাচন কমিশন ৩১ মার্চ এ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।
খুলনা গেজেট/এমএইচবি