খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

অপদ্রব্য মিশ্রিত ৩০ মণ চিংড়ি জব্দ, বাস মালিককে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক 

যশোরে হিমেল সিমান্ত পরিবহন থেকে অপদ্রব্য মিশ্রিত ৩০ মন চিংড়ি জব্দ করেছে র‌্যাব-৬। এসময় হিমেল সীমান্ত পরিবহনের মালিক অনিল বাচুকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর মনিহার মোড় থেকে এই চিংড়ি জব্দ করা হয়।

র‌্যাব জানায়, চিংড়ি মাছে অপদ্রব্য জেলি পুশ করে মাছের ওজন বৃদ্ধি এবং অস্বাস্থ্যকরভাবে চিড়িং বাজারজাত করণের উদ্দেশ্যে শ্যামনগর থেকে শেরপুর নেওয়া হচ্ছিল। যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার সমন্বয়ে মনিহার মোড়ে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে চিংড়ি মাছ ভর্তি হিমেল সিমান্ত বাস থামিয়ে চেক করে। এ সময় বাসে থাকা ককসিট ভর্তি ৩০ মন অপদ্রব্য পুশকৃত চিংড়ি পাওয়া যায়।

এসময় মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিধিমালা মোতাবেক মোবাইল কোর্টের মাধ্যমে হিমেল সীমান্ত পরিবহনের মালিক অনিল বাচুকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। একইসঙ্গে অপদ্রব্য পুশকৃত ৩০ মন চিংড়ি জব্দ করা হয়। জব্দ করা চিংড়ি মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয় এবং জরিমানার অর্থ সংশ্লিষ্ট ব্যক্তি তাৎক্ষনিক প্রদান করায় সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!