যশোরের চৌগাছায় বিয়ে করতে বর এসেছেন হেলিকপ্টারে চড়ে। আবার বিয়ের পর কনেকে নিয়ে গেলেন হেলিকপ্টারেই। যা দেখতে উৎসুক জনতার ভিড় ঠেকাতে পুলিশ মোতায়েন করতে হয়েছে। বর ঝিকরগাছার বাসিন্দা ডা. মুজাহিদ যশোরের বিশিষ্ট শিল্পপতি ও আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ডা. মহিউদ্দিন আহমেদের শ্যালক।
জানা গেছে, শুক্রবার দুপরে উপজেলার পাতিবিলা গ্রামের ঠিকাদার রফিকুল ইসলামের মেয়ে ইন্টার্নি চিকিৎসক তাসমিয়া খাতুনের বিয়ে গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। বর আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজের চিকিৎসক ও কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মহিউদ্দিন আহমেদের শ্যালক মুজাহিদ। বর আসবেন হেলিকপ্টারে এ সংবাদে স্থানীয়দের মধ্যে হৈ-চৈ সৃষ্টি হয়। তারা বেলা ১১টা থেকেই পাতিবিলা হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ভিড় করেন। গ্রামবাসীর অপক্ষোর প্রহর শেষে দুপুরে একটি ভাড়া করা হেলিকপ্টারে বর এসে নামেন ওই বিদ্যালয় মাঠে। এরপর তাকে একটি জিপ গাড়িতে করে কনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বিয়ের দাওয়াতে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সুধিজনেরা উপস্থিত ছিলেন।
এদিকে, হেলিকপ্টারে বর আসবেন ও তা দেখতে জনতার ভিড় হবে এ সংবাদে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। চৌগাছা থানার এসআই নূর উন নবীর নেতৃত্বে পুলিশের একটি দল বেলা সাড়ে ১১টা থেকে বিদ্যালয় মাঠে অবস্থান নেন। পরে এসআই বাচ্চু মিয়াসহ আরো কয়েকজন পুলিশ কর্মকর্তা তাদের সাথে যোগ দেন। হেলিকপ্টারটি বিদ্যালয়ের মাঠে অবতরণ করার সাথে সাথে উৎসুক জনতা সেদিকে এগিয়ে যেতে থাকলে পুলিশ ব্যারিকেট দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় স্কুল মাঠে বৃদ্ধ, যুবক, ছোট ছেলে-মেয়েদের ভিড় জমে। তারা দাড়িয়ে হেলিকপ্টার দেখেন।
বিষয়টি নিয়ে এসআই নূর উন নবী বলেন, হেলিকপ্টারে বর আসবেন, উৎসুক জনতার ভিড় হতে পারে। এ জন্য ওসি সাহেবের নির্দেশে বিদ্যালয় মাঠে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। গ্রামের উৎসাহী মানুষ হেলিকপ্টারে বর আসা দেখতে এসেছে। এ নিয়ে কোনো বিশৃঙ্খলা হয়নি।
খুলনা গেজেট/কেএম