যশোরের অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে ট্যাপেন্টা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে গুয়াখোলা গ্রামের মৃত আব্দুল মান্নান গোলদারের ছেলে মো. জুয়েল (৩৬) কে আটক করা হয়। তার কাছ থেকে ৬৩ পিস “ট্যাপেন্টা” ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
সেনা সূত্র জানা যায়, মঙ্গলবার (১ জুলাই) গভীর রাতে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের গুয়াখোলা স্বাধীনতা চত্বর সংলগ্ন তিনতলা একটি ভবনে এ অভিযান পরিচালনা করা হয়। অভয়নগর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন এনামের তত্ত্বাবধানে সেনা ক্যাম্পের একটি ফোর্স ও পুলিশের যৌথ টিম অভিযানে অংশ নেয়। মো. জুয়েল দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার ও মাদক উদ্ধার করা সম্ভব হয়েছে।
আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্যকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, ট্যাপেন্টা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার কাজ প্রক্রিয়াধীন।
খুলনা গেজেট/এএজে