খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড থেকে খালাস পেলেন খালেদা জিয়া
  বাংলাদেশি আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

হৃদয় গহীনে!

আবদুস সালাম খান পাঠান

১.
মানবের কর্মব্যস্ততা কখনও ফুরায় না।
‘পৃথিবীর জীবন স্রোত কখনও থেমে থাকে না।
– সদা কুসুমাস্তীর্ণও হয় না।’
প্রকৃতির বিবর্তনে পৃথিবীর গাছপালা তৃণলতা সবি –
রঙিন সাজে,- রঙিন রঙে।
নববর্ষে চিত্রকল্পে জাগে নতুন বাসনা, নব উদ্দীপনা।
এই মাটির মায়ায় জীবনের সুখ খুঁজে, অধুনা।
শৈশবে ফেলে আসা দিনগুলি, হৃদয়ের দ্বারে
মায়ামমতা ভরা, মায়ের আদরে, হাসিভরা অধরে –
স্মৃতির ঐশ্বর্যভরা ভেজা নয়নের শিশির কণা।

২.
ঘুরে এলাম সেই মলদীঘির পাড়, পুরনো বসতভিটা
সবুজ গাছপালা, বটবৃক্ষ ছায়া মিওয়ান খাঁ’র
দরগাহ, বড় পুকুর বাঁশঝাড় আঙিনা, আমবাগান,
শীতল তৃণছায়া স্মৃতিময় শৈশবের দিনযাপনা।
তপ্ত তাপদাহে রাজী নদীর জল শুকায়ে, চৌচির
মাটির ফাটলে। ফসল তোলার মৌসুমে গ্রামীণ
কৃষানের দেহের ঘর্মাক্ত ঘামে, ঝরে বৃষ্টিকণা!
স্বপ্ন জাগা সুখের উন্মাদনে লুকায় কতো বেদনা।
ফেলে আসা গ্রামের শৈশবের দিনগুলি ধীরে ধীরে
হারিয়ে যায়। ঊষার সূর্যোদয় রঙিন কিরণে নয়ন জুড়ায়।

পাখির কলকাকলীতে মুখর হয় পৃথিবীর ভালোবাসা –
– সুখ। স্বপ্নরঙিন ফুল-ফোটা বসন্ত বিহানে, অকস্মাৎ
মৃদুমন্দ বাতাস বয়। হৃদয় গহীনে, ব্যস্ত সমস্ত-
মানুষের কর্মময় জীবনে, জোয়ার ভাটার টানে জীবন স্রোত –
– একদা নিঃশেষ হয়।

 

লেখক: Abdus Salam Khan Pathan
Ex-Director, Islamic Foundation Bangladesh
Phone: 01711473561, 01857541855




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!