ঈদ এসেছে ঈদ এসেছে
কুরবানীর ওই ঈদ এসেছে,
খোকা-খুকির মন মেতেছে
খুশির প্রভাত মুখ চেয়েছে।
ত্যাগের’ই এই মহৎ কাজে
ধনি-গরিব সবার মাঝে,
ভালোবাসা দেও ছড়িয়ে
রবের খুশি নেও কামিয়ে।
ত্যাগীদের এই মহান রীতি
শেখায় মোদের শ্রেষ্ঠ নীতি,
হয়ে থেকে উদার স্মৃতি
কুরবানীর ঈদ আনুক প্রীতি।
খুলনা গেজেট/এএজে