দক্ষিণ আফ্রিকার ডারবানের এক পাহাড়ে হীরা পাওয়া যাচ্ছে বলে গুজব ছড়িয়ে পড়ে। এমন খবরে হাজার হাজার মানুষ জড়ো হয়ে দিন-রাত মাটি খুঁড়ে যাচ্ছেন।
স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে জানা গেছে, কোয়াজুলু নাটাল প্রদেশের ডারবানের লাডিস্মিথের কোয়াহ্লাথির ডগলাস অঞ্চলে পাহাড়ি জমিতে গত সপ্তাহ থেকে কিছু লোক রাত-দিন মাটি খুড়ছিলেন হীরা পাওয়ার আশায়। তাদের দেখাদেখি পার্শ্ববর্তী এলাকার আরও কিছু মানুষ জড়ো হয়ে খোঁড়াখুঁড়ি শুরু করলে হীরা পাওয়ার গুজব চারদিকে ছড়িয়ে পড়ে। এমনকি দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও জোহান্সেনবার্গের মতো বড় শহরগুলোতে এই খবর ছড়িয়ে পড়ে। এরপরই বিভিন্ন এলাকার মানুষ দলে দলে ডারবানের পাহাড়ে জড়ো হয়ে মাটি খুঁড়তে শুরু করেন। এই খোঁড়াখুঁড়ি বেশ কয়েকদিন ধরে চলছে।
ডারবানের পাহাড়ে হীরা পাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে জনতার ভিড় জমে যায়। বেলচা-কোদাল দিয়ে একটানা জমি খুঁড়ে যাচ্ছেন এসব মানুষেরা। এত মানুষের ভিড়েও কারও মুখে নেই মাস্ক, নেই শারীরিক দূরত্বের বালাই।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ জড়ো হতে থাকলেও সোমবার সকাল পর্যন্ত ঘটনাস্থলে সরকারি কর্মকর্তা বা জনপ্রতিনিধিদের কেউ উপস্থিত হননি।
হীরা খুঁজতে থাকা লোকজন সাংবাদিকদের বলেন, সরকারি লোকজন আসার আগেই যতটা পারেন মাটি খুঁড়ে করে হীরা খোঁজার কাজ করে যেতে চান। তবে, এখন পর্যন্ত কেউ হীরা পেয়েছেন বলে জানা যায়নি।
কোয়াজুলু নাটাল প্রাদেশিক সরকারের মুখপাত্র লেনাক্স মাবাসো অবৈধভাবে খননের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন। তিনি বলেন, প্রাদেশিক সরকারের অর্থনৈতিক উন্নয়ন, পর্যটন ও পরিবেশ বিষয়ক বিভাগ এবং জাতীয় খনিজ ও জ্বালানি বিভাগ বিষয়টি খতিয়ে দেখবে।
খুলনা গেজেট/ টি আই