খুলনা, বাংলাদেশ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  শাহজালাল বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক, চলছে জিজ্ঞাসাবাদ
  ভারতের হায়দরাবাদে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, আট শিশুসহ নিহত ১৭

হায়দরাবাদে বিধ্বংসী অগ্নিকাণ্ড, শিশুসহ ১৭ জনের প্রাণহানি

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদের আইকনিক স্থাপনা চারমিনারের কাছে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সাতবছরের এক শিশু এবং বেশ কয়েকজন নারীও আছেন। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, ভবনে আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির আগুন নির্বাপক বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, তারা সকাল ৬টা ৫০ মিনিটে আগুন লাগার কল পান এবং দ্রুত ঘটনাস্থলে যান। আগুন নেভাতে ১১টি ফায়ার ইঞ্জিন কাজ করেছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি বলেছেন, আমি হতাহতদের পরিবারের সঙ্গে দেখা করেছি। এমন ঘটনা দুঃখজনক। কাউকে আমি দোষারোপ করছি না তবে পুলিশ, পৌরসভা, আগুন ও বিদ্যুৎ বিভাগকে আরও শক্তিশালী হতে হবে।

মুখ্যমন্ত্রী রেভান্ত রেডি অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রদানের নির্দেশ দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, যেখানে অগ্নিকাণ্ড হয়েছে সেখানে অনেক জুয়েলারি দোকান এবং এটি চারমিনারের অনেক কাছে। সেখানকার অনেক দোকানই শত বছরের পুরনো।

তেলেঙ্গানার মন্ত্রী পুনাম প্রভাকর বলেছেন, লাশ উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে পাঠানো হয়েছে। রাজ্য সরকার পুরো তথ্য শিগগির শেয়ার করবে।

এই ঘটনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সেইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!