খুলনা, বাংলাদেশ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  হত্যা মামলায় মমতাজ ৪ দিনের রিমান্ডে
  নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ফের বুধবার

হরিঢালী স্কু‌লের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ ছাত্র-শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক

পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অসদাচরণের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের ১৪ জন সহকারী শিক্ষক (১৬ জনের মধ্যে) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগে এসব তথ্য উল্লেখ করেছেন।

বিদ্যালয়ের একাধিক সহকারী শিক্ষক জানান, প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস একটি বিতর্কিত নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে এ পদে যোগদান করেন। যোগদানের পর থেকে শুরু হয় নানা অনিয়ম ও দুর্নীতি। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান মোড়ল, সঞ্জয় কুমার পাল ও বাবলু কুমার হরি এর কাছ থেকে বিএড স্কেল ও এমপিও ভুক্তির জন্য ২৫ হাজার টাকা, এনটিআরসিএ নিয়োগ প্রাপ্ত শিক্ষক মোঃ সবুর সরদার, সঞ্জয় কুমার পাল ও পল্লব কুমার হরির কাছ থেকে প্রধান শিক্ষক  ১ লক্ষ ৫০ হাজার টাকা ও বিল করিয়ে দিতে অনুরূপ তিনজনের কাছ থেকে অতিরিক্ত ৪৫ হাজার টাকা উৎকোচ গ্রহণ করেন প্রধান শিক্ষক।

সহকারী শিক্ষক অনীশ রঞ্জন চক্রবর্তী ও ঈশিতা রানী কাছ থেকে অনৈতিকভাবে ২০ হাজার টাকা ও পাসওয়ার্ড দেখানোর নামে ১০ হাজার টাকা জোরপূর্বক আদায় করেন তিনি। এছাড়া চতুর্থ শ্রেণী কর্মচারী নিয়োগের মাধ্যমেও টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিদ্যালয়ের  অপদর্শিত আয় (প্রশংসাপত্র মূল সনদপত্র) নিজে আত্মসাৎ করার পাশাপাশি বিগত দিনে শিক্ষকদের অতিরিক্ত ক্লাসের টাকার কমিশনও গ্রহণ করেছেন এই প্রধান শিক্ষক ।

ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের সুনাম রক্ষার্থে দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিদ্যালয় এর সহকারী শিক্ষকবৃন্দ, কর্মচারী, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস জানান, আমি সাহস নিয়ে বলতে পারি আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। ওরা রুলস এন্ড রেগুলেশন বোঝে না। আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছে আমি আপনার কাছ থেকেই শুনলাম। তদন্ত হোক। ঘটনা সত্য হলে আইনগত যে ব্যবস্থা নেবে মেনে নেব।

অভিযোগের সত্যতা জানতে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনিন এর মোবাইলে রিং দিলে তিনি বিদেশে অবস্থান করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!