খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব

হরতালে নৈরাজ্য করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

গেজেট ডেস্ক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, হরতাল পালন করা একটি গণতান্ত্রিক অধিকার। কিন্তু হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশের উপর বিএনপি নেতাকর্মীদের হামলা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রাজধানীর কাকরাইল মসজিদ এলাকায় পুলিশ সদস্যদের উপস্থিতিতে এমন হট্টগোল কেন হলো এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘সেখানে আমাদের পর্যাপ্ত ফোর্স ছিল। তবে বিএনপি শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি নিয়ে সহিংসতা করেছে। আগামীতে বিএনপিকেসমাবেশের অনুমতি দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি উত্তর দেননি।

সাংবাদিকদের উপর হামলার ছবি থাকলেও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, সাংবাদিকরা পুলিশ ও জনগণের বন্ধু। ব্যস্ততার কারণে হামলার বিষয়টি জানা হয়নি। তবে হামলাকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তারপরও তারা সমাবেশ করেছে। তাহলে পুলিশ ও সরকারের সঙ্গে কোনো আঁতাত হয়েছে কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘কখনোই না, ডিএমপির কাছ থেকে ১৪টি দল সমাবেশের অনুমতি নিয়েছিল। আশা করেছিলাম, সবাই শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে। বিএনপিও শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য লিখিত দিয়েছিল, পরে ডিএমপির পক্ষ থেকে শর্ত দেওয়া হলে সেটাও তারা মেনে নেয়। বিএনপিসহ সব দলের সমাবেশে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি। শুধু জনগণের জানমালের নিরাপত্তা নয়, যারা এখানে সমাবেশ করতে এসেছেন তাদেরও নিরাপত্তার চিন্তা করেছি।’




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!