ঢাকা মহানগরীতে চলাচলের অনুমতি চেয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে রয়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। রোববার (১৩ জুলাই) দুপুর গড়িয়ে বিকেল পেরিয়ে গেলেও অবরোধ শেষ হয়নি। ফলে আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে, চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে চালকদের সরিয়ে দিতে পুলিশ কিছুটা চড়াও হয়। এতে পুলিশের সঙ্গে চালকদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে কয়েকজন চালক আহত হয়েছেন বলেও জানা গেছে।
এ বিষয়ে বিকেলে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল সারোয়ার বলেন, অটোরিকশা চালকরা এখনো রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন। তারা বলছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসবে না। প্রথমে রাস্তার দুই লাইনে আন্দোলন করছিল রাস্তার আমরা এক লেন থেকে সরিয়ে দিয়েছি এখন আর এক লেন দখল করে আন্দোলন করছে। তাদের আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তারা আমাদের কথা শোনে না ।
এর আগে বেলা সাড়ে ১২টার দিকে তারা সড়কে অবস্থান নিলে দুইপাশেই যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. জিয়াউর রহমান। তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে অটোরিকশা চালকরা বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান। সাড়ে ১২টার দিকে তারা সড়কে অবস্থান নিলে দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীদের সংগঠন ঢাকা- সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ঐক্যজোট বলছে, তাদের গাড়ি ঢাকা জেলায় নিবন্ধিত হলেও মহানগরীতে চলাচলের সুযোগ পায় না। জেলার অন্যস্থানের মতো নগরে চলাচলের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসা হলেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি।
খুলনা গেজেট/এসএস