বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার সাপ্তাহিক ছুটির দিনে ধর্মঘট দিয়ে খুলনার গণসমাবেশ বানচাল করতে না পেরে তাদের লালিত ক্যাডারদের দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে। এতদিন হরতাল-ধর্মঘট করতো বিরোধী দল, এখন করছে সরকারি দল। সাধারণ মানুষের কষ্ট নিয়ে রসিকতা করতেও সরকারের বুক কাঁপে না।
মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে খুলনায় শাসকদলের হামলায় আহত নেতাকর্মীদের দেখতে এসে তিনি এসব কথা বলেন।
রিজভী আরো বলেন, আওয়ামী লীগের অধীনে ছেলে খেলা নির্বাচনে বিএনপি যাবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে।
তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খালিশপুর, ফুলতলাসহ বিভিন্ন জায়গায় আহত নেতাকর্মীদের দেখতে যান ও আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি শাসকদলের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বিএনপি অফিস পরিদর্শন করেন। এরপর তিনি অসুস্থ মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনকে দেখতে তার বাসায় যান।
বিএনপি নেতা রিজভীর সাথে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, তারিকুল ইসলাম জহীর, স ম আব্দুর রহমান, শের আলম সান্টু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আলী আক্কাস, কেএম আশরাফুল আলম নান্নু, খন্দকার হাসিনুল ইসলাম নিক, জাহিদুল ইসলাম, তারিকুল ইসলাম, ইশতিয়াক আহমেদ ইশতি, সাইফুল ইসলাম সান্টুসহ অনেকে।