জাতীয়তাবাদী মহিলা দলের খুলনা মহানগর শাখার সকল থানা এবং ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। শনিবার (১০ মে) বিকেল ৪টায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে নবগঠিত মহানগর মহিলা দলের আহবায়ক কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
মহানগর মহিলাদলের আহবায়ক সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী ও যুগ্ম-আহবায়ক এ্যাড. হালিমা আক্তার খানম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জরুরি সভার শুরুতেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পরিপূর্ণ সুস্থতা-দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। একই সাথে তার স্বদেশ প্রত্যাবর্তনের জন্য মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করেন নেতৃবৃন্দ।
মহানগর মহিলা দলকে সুসংগঠিত করতে দায়িত্ব অপর্ণ করায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মহানগর সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিনসহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন মহানগর মহিলা দলের আহবায়ক সাবেক এমপি সৈয়দা নার্গিস আলী, যুগ্ম-আহবায়ক অ্যাড. হালিমা আক্তার খানম, মোসা: আনজিরা খাতুন, শাহনাজ সরোয়ার, নাসরিন শ্রাবনী, হাসনা হেনা, নিঘাত সীমা, কাওয়সারী জাহান মঞ্জু, মিসেস মনি বেগম অ্যাড. জাহানারা পারভীন, সালমা বেগম ও শাম্মি চৌধুরী মলি।
উল্লেখ্য, গত ৭ মে সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলীকে আহবায়ক করে ১২ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।
খুলনা গেজেট/ এমএনএস