খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত উম্মুল মুমেনীন হযরত আয়েশা (রা:) এর জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা সভা আজ (মঙ্গলবার) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ।
ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় পরিচালক মোঃ আজমল হকের সভাপতিত্বে এতে আলোচক ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা মোঃ রফিকুল ইসলাম।
আলোচনা সভায় অতিথিরা বলেন, হযরত আয়েশা (রা:) এর জীবনের আদর্শ ধারণ করতে পারলে নারীরা জীবনের প্রকৃত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন। একজন শিক্ষিত মা একটি সুন্দর জাতি উপহার দিতে পারেন। সঠিক আমল দ্বারা জীবন সুন্দর হয়। জীবনকে জ্ঞানের আলোয় আলোকিত ও কর্মঠ করে তুলতে হবে। তাঁরা আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম হলো ত্যাগের ধর্ম, ভোগের নয়। নতুন প্রজন্মের কাছে ইসলামের সত্যিকারের আদর্শকে তুলে ধরতে হবে।
খুলনা গেজেট/এসজেড