খানজাহান আলী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম লাভলু (৪৫)সড়ক দূর্ঘটনায় শনিবার ভোর সাড়ে ৫টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শুক্রবার বিকাল সোয়া ৫টায় তেলিগাতী বাইপাস সড়কের বরইতলাঘাট সংলগ্ন চানাচুর ফ্যাক্টরির সামনে মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হন।
পারিবার সূত্রে জানা যায়, লাভলু শুক্রবার বিকেলে তার বড় ভাই বাবলুর মোটরসাইকেল নিয়ে বাইপাস সড়কে ঘুরতে যায়। বিকাল সোয়া ৫টার দিকে মোটরসাইকেল এবং রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিহত লাভলুর স্ত্রী, দুই কন্যা সন্তান রয়েছে। নিহত দিদারুল ইসলাম লাভলুর জানাযা শনিবার আছরবাদ তেলিগাতী মধ্যপাড়া আসলাম স্মৃতি সংসদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু , খুলনা জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, মহানগর বিএনপির যুগ্ন-সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী, দৌলতপুর থানা বিএনপির সভাপতি শেখ মোশারফ হোসেন, সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি শেখ আসাদুজ্জামান মুরাদ, খানজাহান আলী থানা সাধারণ সম্পাদক শেখ আমজাদ হোসেন, দৌলতপুর থানা সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য শেখ আব্দুস সালাম, মহানগর যুবদলের সাবেক সভাপতি শফিকুল আলম তুহিন, মহানগর যুবদলের সভাপতি মাহাবুব হাসান পিয়ারু, সহ-সভাপতি কাজী নেহিবুল হাসান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শের আলম সান্টু, হাসানুর রশিদ, খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/ টি আই