খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  কুয়েট উপাচার্য এবং উপ-উপাচার্যকে অব্যাহতির প্রক্রিয়া শুরু করেছে সরকার, ৫৮ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

রূপসায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ জুনায়েদ বাহিনী আটক

নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসায় যৌথবাহিনীর অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ জুনায়েদ ও তার সহযোগী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের জুনায়েদের ডক ও জুনায়েদের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

আটককৃতরা হলেন রূপসা উপজেলার মিলকি দেয়াড়ার মৃত শেখ নুরুদ্দীনের ছেলে মোঃ জাহিদুজ্জামান (৪৮), মোঃ জোনায়েদ (৫৫) ও মোঃ মোশারফ হোসেন (৪২); মোঃ জোনায়েদের ছেলে শেখ জিদান (২৬), লুৎফর রহমানের ছেলে মোঃ মিজানুর (৪৩) ও আজানুর মুন্সি (৩৬); মৃত মোজাহার উদ্দীনের ছেলে জহির উদ্দীন (৩৬) এবং মৃত আলতাফ হোসেনের ছেলে মোঃ মাসুদ রানা (৪০)।

এ অভিযানে সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ দেশীয় তৈরী পিস্তল ১টা, দেশীয় তৈরী পাইপগান ৪টা, দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ১টা, ছোট আকৃতির চাকু ১টি এবং ১টি রামদা উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, অস্ত্র উদ্ধার এবং জব্দ করে থানায় এজাহার ও জব্দতালিকা প্রস্তুতসহ মামলার যাবতীয় কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!