সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পাইকগাছার নগরশ্রীরামপুরের সুজিত হালদার (২২) খুলনা সিটি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৬ জানুয়ারি) সকালে মৃত্যু হয়েছে। সে উপজেলার নগরশ্রীরামপুরের অসিত হালদারের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, গত ৯ জানুয়ারি খুলনা থেকে বাড়ি ফেরার পথে চুকনগর বাজারে পৌঁছালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে সেখান থেকে তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে ৭ দিন চিকিৎসাধীন থাকাবস্থায় রবিবার সকলে তার মৃত্যু হয়।
এদিকে তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খুলনা গেজেট/ টি আই