খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব
সড়ক দুর্ঘটনারোধে অবদানে পদক পেল 'খুলনা গেজেট'

সড়ক দুর্ঘটনারোধে সবাইকে সচেতন হতে হবে : সিটি মেয়র (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সড়ক দুর্ঘটনারোধে সকল স্তরের মানুষকে সচেতন হতে হবে। নিরাপদ সড়কের জন্য প্রয়োজন সুন্দর রাস্তা, দক্ষ চালক এবং পরিকল্পনা। আমাদের দেশে ট্রাফিক সিগনাল না থাকায় দুর্ঘটনার অন্যতম কারণ। পরিকল্পিতভাবে নগরকে গড়ে তুলতে পারলে দুর্ঘটনা অনেকাংশে কমবে।

জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেছেন, নিরালা আবাসিক এলাকা যখন গড়ে ওঠে কেডিএ এখানকার খালগুলো বন্ধ করে দেয়। ফলে পানি নিষ্কাশনের সমস্যা হচ্ছে। আবাসন প্রকল্প পরিকল্পনা কোন জায়গায় নেই, কোন রাস্তায় ডাস্টবিন নেই। ফলে আমাদের নগরী আগে থেকেই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে।

তিনি বলেন, সকলকে নিরাপদ সড়কের জন্য এগিয়ে আসতে হবে।

খুলনার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল, বিআরটিএ এর উপ-পরিচালক কে এম মিজানুর রশীদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান, খুলনা নগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়।

স্বাগত ভাষণ দেন নগর নিরাপদ সড়ক চাই এর সভাপতি এস এম ইকবাল হোসেন এবং অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন নগর শাখার সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান মুন্না।

এ অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনারোধে অবদান রাখায় জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেল- জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘খুলনা গেজেট’, চ্যানেল ২৪ টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা, নিউজ ২৪ এর খুলনা ব্যুরো প্রধান শামসুজ্জামান শাহিন, মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু, দৈনিক সমকাল ও পূর্বাঞ্চলের হাসান হিমালয়, প্রথম আলো উত্তম মন্ডল, দৈনিক যুগান্তরের নুর ইসলাম রকি, বিআরটিএ এর উপ-পরিচালক কে এম মিজানুর রশীদ, শিল্পপতি শ্রীমান্ত অধিকারী রাহুল ও ফিউচার আইডিয়ালের মোঃ সাইফুল ইসলাম।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!