চিরচেনা পথ কভু হারিয়ে যায়, গোধূলি সন্ধ্যায়;
স্বপ্নময় দিনগুলি অস্তরাগে লাল রঙিন আভায়।
বাংলাদেশের প্রকৃতি চেতনায় সবুজ ফসলের
মায়াময় দৃশ্যে, প্রাণ-জুড়ায়।
কতো স্মৃতি ডায়েরির পাতায়।
সহসা কেঁপে উঠে মন ঘূর্ণি হাওয়ায় –
বসন্তে, ঝরাপাতা ফুলদল, নতুন পল্লব ছায়ায়।
গ্রামের শৈশব স্মৃতি কখনও না ভুলা যায়।
কর্দমাক্ত মেঠো পথে কতো হাঁটাচলা, কতো
খেলাধুলা, মাঠ ঘাট বালুকায়। কতো সুন্দর
সোনালি আঁশ পাট ধান, হাওর
বাওর নদীনালায়। ভালোবাসা সুখ কতো
দেশপ্রেম প্রকৃতি শোভায় কৃষকের মন ভরে পাকা ধানের
গোলাভরে সুফসলে, বাড়ির বড় মাচায়।
ঊষার প্রহরে ঘুম থেকে উঠে দেখি, ঘরে –
সূর্যের রঙিন কিরণ, স্রষ্টার স্মরণ কতো
মহিমায়। ভোরের পাখিরা ডাকে নরম সুরে –
আঙ্গিনায়। জীবন সংগ্রাম, নিত্য নতুন পরীক্ষায় সম্ভাবনায়
যতো কামিয়াবী ধৈর্য সাহসে, যখন
মনোবল বাড়ায়। জীবন চলার পথ
যেনো কন্টকে বাঁধা না পায়। চেনা পথ অচেনা না
হয়ে যায়। প্রভু স্মরণে নাই কোন দ্বিধায়, তাকওয়াগুনে
ঈমানী জোরে, হৃদয়ের সুখ খুলে যায়।
শতো বাঁধা উপেক্ষায়, সমুদ্রের প্রবল
ঢেউ পাড়ি দেয়া যায়। নীলাভ আকাশ
মিটি মিটি তারকায়।
রং ধনু রং সবুজে নতুন বাসনা গজায়।
গ্রাম বাংলার প্রকৃতি সুষমায়
মাতৃস্নেহের পরশ পেতে নতুন
শপথে হৃদয় দোলায়। শৈশব স্মৃতি
কখনো হারিয়ে না যায়।
খুলনা গেজেট/এনএম