খুলনা, বাংলাদেশ | ২৪ আশ্বিন, ১৪৩১ | ৯ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৩
  কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু
  আরও এক মামলায় খালাস পেলেন ফখরুল-রিজভী-আমির খসরু
  ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে রেণু হত্যা : একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

স্মার্ট ফোন আসক্তি, বাল্য বিবাহ, ইভটিজিং ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন শিক্ষার্থীদের

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় স্মার্ট ফোনে আসক্তি, বাল্য বিবাহ, ইভটিজিং ও ধর্ষণকে লাল কার্ড প্রদশর্ন করে শিক্ষার্থীরা শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (৩ মার্চ) সাতক্ষীরার পাটকেলঘাটায় কুমিরা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ, ইভটিজিং, ধর্ষণ ও স্মার্ট ফোনকে লাল কার্ড প্রদর্শন করে দেশপ্রেমে জাগ্রত হতে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মীর আসাদুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাঞ্চণ রায়, বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক গৌতম কুমার দাশ, লাল সবুজ সাতক্ষীরা শাখার সভাপতি সোহাগ হোসেন, মনিরামপুর শাখার অর্থ সম্পাদক মেহেদী হাসান অনিক, দপ্তর সম্পাদক মৈয়দ নিশান প্রমুখ।

অনুষ্ঠানে মাদক, বাল্য বিবাহ, আত্মহত্যা রোধে শিক্ষার্থীরা পুলিশ কর্মকর্তার কাছে নানান প্রশ্ন করেন, সমস্যা সমাধানে কর্মকর্তারা তাদের প্রশ্নের জবাব দেন। পরে শিক্ষার্থীরা উন্নত চরিত্র গঠনে মাদক, বাল্যবিবাহ ও ধর্ষণকে না বলে দেশপ্রেমী হওয়ার শপথ নেন। শিক্ষার্থীদের শপথ পাঠ করান অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান।
সংগঠনটি গত ১০ বছরে সারাদেশে টিফিনের টাকা বাঁচিয়ে এ পর্যন্ত ১২১৫ টি বিদ্যালয়ে শিক্ষার্থীদের সচেতন করেছে। তারাঁ বর্তমানে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন।

 

খুলনা গেজেট/কেএ

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!