সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সংঘটিত সাংবাদিকদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় ৩৩ জন সাংবাদিককে জামিন দিয়েছেন আদালত। সোমবার (৭ জুলাই) দুপুরে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক রাফিয়া সুলতানা তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
আদালতে সাংবাদিকদের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম শাহ আলম, জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, এডভোকেট খায়রুল বদিউজ্জামান প্রমূখ।
জানা গেছে, গত ৩০ জুন বেলা ১২টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের ঢোকার চেষ্টা ও অপর পক্ষ কর্তৃক প্রতিহত করাকে কেন্দ্র করে সাংবাদিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেল্লাল হোসেন ও আমিনুর রহমান সহ বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় সাংবাদিকদের দুই গ্রুপের পক্ষ থেকে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। একপক্ষে আসাদুজ্জামান আসাদ ও অপর পক্ষে আবু নাসের মোহাম্মদ আবু সাঈদ বাদী হয়ে এই মামলা করেন।
আবু সাঈদের দায়ের করা মামলার ৩৩ জন সাংবাদিক জামিন পেয়েছেন।
খুলনা গেজেট/এএজে