খুলনায় লকডাউনের ষষ্ঠদিনে জেলা প্রশাসনের অভিযানে ৫৪টি মামলা ৩২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) খুলনাজুড়ে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
খুলনা মহানগরে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া, দেবাশীষ বসাক, এস এম রাসেল ইসলাম নূর, নূরে তাসমিন ঊর্মি, মোঃ তাহমিদুল ইসলাম, রুপায়ন দেব, মোহাম্মদ নেয়ামত উল্ল্যা এবং জাকিয়া সারোয়ার লিমা।
খুলনা জেলা প্রশাসনের মিডিয়া সেলের সূত্রে জানা যায়, সোমবার দিনব্যাপি খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলীর তত্ত্বাবধানে আজ সমগ্র খুলনা জেলায় কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণকল্পে ব্যাপক অভিযান পরিচালিত হয়। খুলনা মহানগরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের ৫টি টিমের নেতৃত্বে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৮ মামলায় ২১ হাজার টাকা জরিমানা করেন।
অপরদিকে উপজেলাসমূহে মোবাইল কোর্ট পরিচালনা করেন খুলনা জেলার স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনাররা (ভূমি)। উপজেলার মোট ১৬ মামলায় ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচারণা চালানো হয়। ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এবং ‘দণ্ডবিধি, ১৮৬০’ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক অর্থদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ, আনসার, এপিবিএন র্যাবের সদস্যরা।
খুলনা গেজেট/কেএম