সাতক্ষীরা শহরের পিএন হাই স্কুলের একটি পুরাতন ভবন ভাঙ্গার কাজ করার সময় ছাদ ভেঙ্গে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও চারজন। রবিবার (৪ অক্টোবর) বেলা ২টার দিকে শহরের সুলতানপুর বড়বাজার সংলগ্ন পিএন (প্রাণনাথ) হাই স্কুল প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মোঃ আলাউদ্দিন(৩৫)। সে সাতক্ষীরা শহরের সুলতানপর এলাকার আব্দুল মজিদের ছেলে। আহতদের মধ্যে একই এলাকার নুর মোহাম্মাদের ছেলে জামাল উদ্দিনকে আশংকাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলাউদ্দিনসহ ৭/৮ জন শ্রমিক সাতক্ষীরা শহরের সুলতানপর বড়বাজার সংলগ্ন এলাকায় পিএন হাই স্কুলের একটি পুরাতন ভবন ভাঙ্গার কাজ করছিল। বেলা ২টার দিকে হঠাৎ পুরাতন ভবনের ছাদের একটি অংশ ভেঙ্গে তাদের কয়েক জনের গায়ের উপর পড়ে। এতে আলাউদ্দিন ও জামাল উদ্দিনসহ চারজন গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্মরত চিকিৎস্যক আলাউদ্দিনকে মৃত ঘোষনা করেন। আহতদের মধ্যে জামালউদ্দিন নামের একজন শ্রমকিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকজনক বলে জানা গেছে।
খুলনা গেজেট / এমএম