সাতক্ষীরার পাটকেলঘাটায় কোমল পানীয় ভেবে কীটনাশক পান করে হাবিবুর রহমান (৪৫) নামের এক ব্যবসায়ী মৃত্যু হয়েছে। পাটকেলঘাটা থানার সেনেরগাতী গ্রামে গত ২৪ জুন এ ঘটনা ঘটে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩০ জুন) ভোর রাতে তিনি মারা যান।
মৃত হাবিবুর রহমান পাটকেলঘাটা থানার ধান্দিয়া ইউনিয়নের সেনেরগাতী গ্রামের বাসিন্দা। পেশায় তিনি সার ও কীটনাশক ব্যবসায়ী ছিলেন।
পরিবারের বরাত দিয়ে পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক মিন্টু সরকার জানান, গত ২৪ জুন দুপুরে সার ও কীটনাশক ব্যবসায়ী হাবিবুর রহমান বাসায় ফেরার পথে সিঙ্গারা কিনে খেতে খেতে বাড়ির কাছের একটি সার ও কীটনাশকের দোকানে বসে পড়েন। সেই দোকানে থাকা (স্পিড) কোমলপানীয়ের বোতল দেখতে পেয়ে তা খুলে পান করা শুরু করেন। কিন্তু ভুল বুঝতে পেরে থেমে গেলেও তারমধ্যে শরীরে শুরু হয়ে যায় বিষক্রিয়া।
এ অবস্থায় পরিবারের সদস্যরা দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে ঢাকার একটি হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। তিনদিন পর ওই হাসপাতাল থেকে ফেরত দিলে শনিবার (২৮ জুন) তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর রাতে তার মৃত্যু হয়।
সামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাঈদুর রহমান জানান, তাকে দুইদিন আগে যখন নিয়ে আসা হয়, তখন কার্যত তার অবস্থা পুরোমাত্রায় সংকটাপন্ন ছিল। ভোরে মৃত্যুহয়। তাদের পরিবারের আপত্তি থাকার পরও লাশের ময়নাতদন্তে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।
মৃত হাবিবুর রহমানের ভাই সুমন রহমান জানান, ভুলক্রমে ঘাসমারার বিষপানের পর অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/এএজে