খুলনা জিলা স্কুলের প্রাক্তন মেধাবী ছাত্র বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত কর্নেল আবুজার আল জাহীদ রোববার (৩০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৮ টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না লিল্লাহি রাজেউন)।
জানা গেছে, গত ছয়দিন যাবৎ মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত অপারেশনের পরে জ্ঞানহীন অবস্থায় সিএমএইচে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।
কর্মজীবনে তিনি টেকনাফ ২ বিজিবির সাবেক অধিনায়ক, কক্সবাজার রামু সেনানিবাসের ডেট কমান্ডার শাখার এএসইউ, কক্সবাজার ডিজিএফআই জিএস সহ বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করেছেন।