খুলনা, বাংলাদেশ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ এপ্রিল, ২০২৪

Breaking News

  সরকারি সুবিধা নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিলে প্রার্থিতা বাতিল করা হবে : ইসি রাশেদা
  ময়মনসিংহে বাসের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

সেঞ্চুরির কাছে গিয়েও ৭ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

গত কয়েক দিন ধরেই মিডিয়াপাড়ায় হটকেক সাকিব আল হাসান। তবে সেটা ক্রিকেটীয় কোনো কারণে না, মাঠের বাইরের কান্ডে সমালোচনার মুখে পড়েছেন তিনি। এসবের মাঝেই দুবাই থেকে ফিরে সিরিজ শুরুর একদিন আগে দলের সঙ্গে যোগ দেন সাকিব। খুব বেশি অনুশীলনের সময় না পেলেও বাইশ গজে সাকিবের ব্যাটে এসবের ছিটেফোঁটাও ছিল না।

সমালোচকদের মুখ বন্ধ করতে অস্ত্র হিসেবে নিজের উইলোটাকেই ব্যবহার করলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। প্রথম ম্যাচ খেলতে নেমেই ৮৯ বলে করেছেন ৯৩ রান। যদিও সাজঘরে দিরেছেন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে।

মাঠের ক্রিকেটে সাকিব বরাবরই অনন্য সেটারই প্রমাণ আজ আবারও দিলেন তিনি। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। প্রথমে সাকিব তুলে নেন ক্যারিয়ারের ৫৩তম অর্ধ-শতক। তৌহিদ হ্রদয়কে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন সাকিব। তবে সেঞ্চুরির কাছে গিয়েও ৭ রানের আক্ষেপ নিয়ে ফিরলেন তিনি।

ইতোমধ্যে ৩৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২২৩ রান। ক্রিজে ৬২ রানে ব্যাট করছেন হৃদয় এবং ১ রানে ব্যাট করছেন মুশফিকুর রহিম। যদিও এদিন খেলতে নেমে আরও একটি রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচে ২৪ রান করার মধ্যে দিয়ে সাকিব পৌঁছে গেছেন ওয়ানডেতে ৭ হাজার রানের মাইলফলকে।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!