বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পপুয়া নিউগিনির বিপক্ষে ৮৪ রানের বিশাল জয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে বাংলাদেশ। সুপার টুয়েলভে বাংলাদেশ খেলবে গ্রুপ-১ (এ) তে, যেখানে আগে থেকেই অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দল রয়েছে। আর প্রথম পর্বে চ্যাম্পিয়ন হয়ে এই গ্রুপে উঠে এসেছে শ্রীলংকা। এসব দলগুলো পাওয়ার হিটিং ক্রিকেট খেলে অভ্যস্ত। তবে প্রতিপক্ষকে নিয়ে বেশি দুশ্চিন্তা করছে না টাইগাররা। নিজেদের সেরাটাই দিতে প্রস্তুত সাকিব-মুশফিকরা।
মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, এই কঠিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তার দল। কতোটা চ্যালেঞ্জিং হবে? মাহমুদউল্লাহ বলেন, ‘সুপার টুয়েলভে সবাই আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। আমরা সেই চ্যালেঞ্জ নিয়ে নিজেদের প্রমাণের চেষ্টা করবো। সুপার টুয়েলভের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’
প্রতিপক্ষ কতোটা শক্তিশালী বা দুর্বল সেসব না ভেবে নিজেদের সামর্থের ওপর বিশ্বাস করছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ বললেন, টি-টোয়েন্টিতে ছোট দল বড় দলের পার্থক্য বেশি না, সুপার টুয়েলভে প্রতিপক্ষ কোন কোন দল এগুলো খুব একটা চিন্তা করছি না। আমরা নিজেদের ওপরই ফোকাস করছি। টি-টোয়েন্টিতে ফেভারিট বলতে কিচ্ছু নেই। প্রতিটি দলকেই সমানভাবে নিয়েছি। এই ফরম্যাট এমন, যেখানে প্রতিদিন পরিকল্পনা কাজে লাগবে না। পারফরম্যান্সের গ্রাফ উঁচু-নিচু থাকবে। দলের আত্মবিশ্বাস যেন কমে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’
সুপার টুয়েলভে বাংলাদেশের প্রথম খেলা ২৪ অক্টোবর। শারজায় প্রতিপক্ষ শ্রীলংকা। আবুধাবিতে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ২৭ অক্টোবর, প্রতিপক্ষ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। একই মাঠে ২৯ তারিখে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
২ নভেম্বর আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৪ নভেম্বর প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এই ম্যাচটা হবে দুবাইয়ে। সুপার টুয়েলভে বাংলাদেশের সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।