খুলনা, বাংলাদেশ | ৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ এপ্রিল, ২০২৪

Breaking News

  রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
  ঢাকা শিশু হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট
  রাজধানীর খিলগাঁওয়ে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  জাতীয় পতাকার নকশাকার, জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস মারা গেছেন

শিরোপা জিতেই জবাব দিতে চান অ্যারন ফিঞ্চ

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়া দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানিয়েছেন, শিরোপা ঘরে তোলার জন্য মুখিয়ে আছে তার দল৷ চ্যাম্পিয়ন হয়েই দলকে নিয়ে করা সকল অবজ্ঞার জবাব দিতে চান তারা৷

একদিনের ক্রিকেটে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া৷ ইতিহাস, ঐতিহ্য আর ক্রিকেট সংস্কৃতির হিসেবে অজিদের আশেপাশেও আসতে পারবে খুব কম দলই৷ অথচ ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে আসলেই কেমন যেন খেই হারিয়ে ফেলেন তারা৷

সর্বক্ষেত্রে সফল এই দল বারবার ব্যর্থতার গল্পই লিখে গেছে টি-টোয়েন্টি ফরম্যাটে৷ সর্বশেষ ২০১০ সালে কোন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছিল তারা৷ এবারের আগে ঐটাই ছিল অজিদের ফাইনাল খেলার প্রথম ও শেষ ঘটনা৷

বিশ্বকাপের সপ্তম আসরের শুরুতেও তাদের ফেভারিটের তালিকায় রাখেননি বেশিরভাগ ক্রিকেট বিশেষজ্ঞ। টানা পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ হেরে দুবাইয়ে পা রেখেছিল অস্ট্রেলিয়া। এমতাবস্থায় অজিদের পক্ষে বাজি লাগানো মানুষের সংখ্যা স্বভাবতই কম ছিল। আর এটা নিয়ে হতাশ অস্ট্রেলিয়া দলপতি অ্যারন ফিঞ্চ। তিনি জানিয়েছেন শিরোপা জিতেই সকল অবজ্ঞার জবাব দিবেন তারা।

অ্যারন ফিঞ্চ বলেন, ‘বিশ্বকাপ শুরুর আগে আমাদের নিয়ে কেউ বাজীই ধরতে চায়নি। কিন্তু, আমরা ঠিকই প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলাম। টুর্নামেন্ট শুরুর আগের পরিস্থিতি যাই থাকুক, এখানে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এসেছি আমরা। ফাইনাল খেলার জন্য তেতে রয়েছে সবাই। আমি মনে করি, নিউজিল্যান্ডের বিপক্ষে একটি দুর্দান্ত ম্যাচ খেলতে যাচ্ছি আমরা।‘

প্রতিপক্ষ দলকে নিয়ে প্রশংসা করতেও ভুলেননি অজি কাপ্তান। কিউইদের প্রসঙ্গে তিনি বলেন, ‘নিউজিল্যান্ড দুর্দান্ত ক্রিকেট খেলছে। অস্ট্রেলিয়ার মত নিউজিল্যান্ডেরও দুর্দান্ত ইতিহাস রয়েছে। আমাদের মধ্যে সম্পর্কও খুব ভাল। ফাইনালে খেলাটা তাই রোমাঞ্চকর হবে।’




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!