খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র ঝুলন্ত মরদেহ উদ্ধার
  রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি
সুন্দরবন উপকুলে অপরাধ নির্মূলে অত্যাধুনিক জলযান হস্তান্তর

সুন্দরবনে আর দস্যুদের মাথা চাড়া দিতে দেয়া হবে না : ডিআইজি

নিজস্ব প্রতিবেদক

খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বলেছেন, বৈশ্বিক কোভিড-১৯ করোনাভাইরাস মহামারীকালে বাংলাদেশ পুলিশকে নতুনভাবে দেখেছে দেশবাসী। নিজ জীবনকে তুচ্ছজ্ঞান করে মানুষের পাশে থেকে শতভাগ পেশাদারিত্বের সাথে কাজ করছে পুলিশ। সে কারণে পুলিশ বাহিনীতে সর্বাধিক সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। আমরা অনেক সহকর্মীকে হারিয়েছে। তবুও মানবতার সেবায় পুলিশ সর্বদাই দায়িত্বরত। ঠিক তেমনি কোন অবস্থাতেই সুন্দরবন ও উপকূলবর্তী এলাকায় অতীতের ন্যায় দস্যুদের মাথা চাড়া দিতে দেয়া হবে না। দস্যুমুক্ত সুন্দরবন তথা দেশ গড়াই পুলিশের দিপ্ত শপথ। মঙ্গলবার (২৮ জুলাই) খুলনা জেলা পুলিশকে অত্যাধুনিক এ জলযান হস্তান্তরকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন।

সুন্দরবন ও উপকূলীয় এলাকায় অপরাধমুলক কার্যক্রম নির্মূলের জন্য পুলিশ মহাপরিচালক (আইজি) কর্তৃক বরাদ্দকৃত দ্রুত গতিসম্পন্ন জলজান বিতরণ করা হয়েছে।  এসময়ে খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!