মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সরকারি এম এ মজিদ ডিগ্রী কলেজের উদ্যোগে একাদশ শ্রেণি ও দ্বাদশ শ্রেণির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
সোমবার (১৯ মে) দিঘলিয়া ওয়াই এম এ ক্লাব মাঠে অনুষ্ঠিত এ খেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল জব্বার। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন কলেজের অর্থনীতির প্রভাষক জিএম মাহমুদ আক্তার, ইংরেজির প্রভাষক এসএম নাসির উদ্দিন, দর্শনের প্রভাষক মোল্লা তারেকুল ইসলাম। এ সময় কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
খেলায় একাদশ শ্রেণি ১-০ গোলে দ্বাদশ শ্রেণিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল করেন একাদশ শ্রেণির আবির আদনান অরণ্য। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন একই শ্রেণির গোলরক্ষক মোঃ জিদান। খেলা পরিচালনা করেন শেখ কামরুল ইসলাম।
খেলা শেষে কলেজের অধ্যক্ষ বিজয় ও বিজিত দলের মধ্যে ট্রফি বিতরণ করেন এবং ম্যান অফ দা ম্যাচ জিদানকে পুরস্কৃত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল জব্বার ছাত্র-ছাত্রীদের পড়াশুনার পাশাপাশি ক্রীড়া অনুশীলনের উপর গুরুত্ব আরোপ করেন।
খুলনা গেজেট/এমএনএস