খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদসহ খুলনার সাংসদদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জমা পড়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় স্বতন্ত্র চেয়ারম্যান খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও বি এম এর সভাপতি ডাক্তার শেখ বাহারুল আলম এর কার্যালয় এই অভিযোগ জমা দেন।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন, গত ০৩ অক্টোবর খুলনা ক্লাবে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকসহ বিভিন্ন সরকারী সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রকাশ্যে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারনা করেছেন। খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক তার বক্তব্যে ভোটারদের ইংগিত করে এক ধরনের হুশিয়ারী উচ্চারন করেছেন এবং তাদের পক্ষে ভোট না দিলে পরিনতি কি হতে পারে তারও একটি উদাহারন দিয়েছেন।
তিনি উল্লেখ করেন, চেয়ারম্যান পদপ্রার্থী শেখ হারুনুর রশীদ কথিত মতবিনিময় সভায় উপস্থিত থেকে সভাপতিত্ব করেছেন অর্থাৎ তিনি অনেকের মধ্যে মতবিনিময় সভার একজন সক্রিয় অংশীদার। চেয়ারম্যান পার্থী হওয়া সত্ত্বেও কথিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করে আলহাজ শেখ হারুনুর রশীদ নির্বাচনী আচরন বিধি সরাসরি লংঘন করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অতি আবশ্যক ।
প্রসঙ্গত, ৩ অক্টোবর খুলনা ক্লাবে জেলার ৯ উপজেলার ইউপি চেয়ারম্যান, সদস্যসহ জেলা পরিষদ নির্বাচনের ভোটারদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী শেখ হারুনুর রশিদের সভাপতিত্বে সভায় সিটি মেয়র প্রধান অতিথি এবং খুলনার ছয় সংসদ সদস্য বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
এ বিষয়ে জানতে কেসিসি মেয়র তালুকদার আবদুল খালেককে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।