খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত
  মিরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭
  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ
  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ

সাড়ে ৬ কোটি বছর আগের ডাইনোসরের ভ্রূণ আবিষ্কার!

গেজেট ডেস্ক

একদম ঠিকঠাকভাবে সংরক্ষিত একটি ডাইনোসরের ভ্রূণ আবিষ্কারের কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, ঠিক মুরগির বাচ্চার মতো, ডাইনোসরের এই ভ্রূণটিও ডিম ফুটে বের হওয়ার অপেক্ষায় ছিল।

চীনের দক্ষিণাঞ্চলের জানঝুতে এই ভ্রূণটি আবিষ্কৃত হয়েছে আর বিজ্ঞানীরা বলছেন এর বয়স প্রায় সাড়ে ৬ কোটি বছর।

ভ্রূণটির নাম দেওয়া হয়েছে বেবি ইংলিয়াং। ধারণা করা হচ্ছে এটা দাঁতহীন থেরোপেড বা ওভিরাপটোরোসর ডাইনোসরের ভ্রূণ।

এখনও পর্যন্ত যত ডাইনোসরের ভ্রূণ পাওয়া গেছে তার মধ্যে এটাই সবচেয়ে ভালো অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষক ড. ফিয়ন ওয়াইসুম মা।

এখনকার পাখিদের সঙ্গে ডাইনোসরের মিল বোঝার বড় একটা সুযোগ তৈরি করে দিয়েছে এ আবিষ্কার। ভ্রূণটিকে যে অবস্থায় পাওয়া গেছে সাধারণত পাখির ডিম থেকে বাচ্চা ফোটার শেষ সময়ে ডিমের ভেতরে ভ্রূণ ওই অবস্থায় থাকে।

ড. মা বলছেন, এটা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, ডিম থেকে বাচ্চা ফোটার আগে এখনকার পাখিদের ভ্রূণের মধ্যে যেমন আচরণ দেখা যায় এটা তারা তাদের পূর্বপুরুষ ডাইনোসর থেকে পেয়েছে।

১০ কোটি থেকে সাড়ে ৬ কোটি বছর আগে ওভিরাপটোরোসর ডাইনোসররা এখনকার এশিয়া এবং উত্তর আমেরিকা অঞ্চলে বাস করতো। এদের শরীরে পালক ছিল।

ভ্রূণটিকে চীনের ইংলিয়াং স্টোন নেচার হিস্টোরি মিউজিয়ামে রাখা হয়েছে। মাথা থেকে লেজ পর্যন্ত এটা ১০ দশমিক ৬ ইঞ্চি লম্বা। ডিমটি ২০০০ সালে আবিষ্কৃত হওয়ার পর ১০ বছরের জন্য বিশেষভাবে সংরক্ষণ করা হয়।

খুলনা গেজেট/ এস আই

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!