খুলনা, বাংলাদেশ | ২৮ মাঘ, ১৪৩১ | ১১ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  কর্মকর্তা প্রত্যাহারে বাংলাদেশ ব্যাংকের অভিযুক্তদের অনুসন্ধান-তদন্ত বিঘ্নিত হবে না: দুদক
  পাবনা সাঁথিয়ায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত
  আ. লীগ নেতাকে ছাড়াতে পুলিশকে মারধর, স্বেচ্ছাসেবক দল নেতা আটক

মৃত্যুর ঠিক আগমুহূর্তে কী ঘটে, জানালেন বিজ্ঞানীরা

গেজেট ডেস্ক 

মৃত্যুর মুহূর্তে কী ঘটে? সত্যিই কি আমাদের পুরো জীবন একবার চোখের সামনে ভেসে ওঠে? বিজ্ঞানীরা কি বলছেন? সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে অবিশ্বাস্য তথ্য! ইউনিভার্সিটি অব লুইসভিলের একদল বিজ্ঞানী প্রথমবারের মতো মৃত্যুর সময় মানুষের মস্তিষ্কের কার্যকলাপ রেকর্ড করতে সক্ষম হয়েছেন। আর তাতেই মিলেছে চাঞ্চল্যকর এক ইঙ্গিত- মৃত্যুর আগমুহূর্তে আমাদের মস্তিষ্ক হয়তো পুরো জীবন একবার শেষবারের মতো রিভিউ করে নেয়!

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, লুইসভিল ইউনিভার্সিটির একদল স্নায়ুবিজ্ঞানী মৃত্যুর সময় মানুষের মস্তিষ্কের কার্যকলাপ প্রথমবারের মতো ধারণ করতে সক্ষম হয়েছেন। এর ফলে মানুষের মৃত্যুর ঠিক আগমুহূর্তে মস্তিষ্কে কী ঘটে, তা নিয়ে কিছু তথ্য জানতে পারেন তারা।

বিজ্ঞানীদের তথ্যমতে, ৮৭ বছর বয়সী এক মৃগীরোগী চিকিৎসাধীন থাকা অবস্থায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুর ঠিক আগমুহূর্তে অর্থাৎ হৃদ্‌যন্ত্রের স্পন্দন বন্ধ হওয়ার আগে ও পরের ৩০ সেকেন্ডের মস্তিষ্কের কার্যক্রম পর্যালোচনার জন্য চিকিৎসকেরা তার মাথায় ইলেকট্রোএনসেফালোগ্রাফি (ইইজি) যন্ত্র যুক্ত করেন। এ সময় মোট ৯০০ সেকেন্ড মস্তিষ্কের তরঙ্গের দৈর্ঘ্য ধারণ করা হয়। মস্তিষ্কের তরঙ্গের রেকর্ড থেকে দেখা গেছে, মস্তিষ্কের স্মৃতি ও স্মৃতি পুনরুদ্ধারের সঙ্গে জড়িত ক্ষেত্রসমূহ মৃত্যুর কিছু পরেও সক্রিয় ছিল।

যুক্তরাষ্ট্রের কেন্টাকির ইউনিভার্সিটি অব লুইসভিলের স্নায়ুবিজ্ঞানী আজমল জেম্মার জানিয়েছেন, আমাদের মস্তিষ্ক মৃত্যুর ঠিক আগে জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো শেষবারের মতো স্মরণ করতে পারে, যা মৃত্যুর কাছাকাছি যাওয়া অনেক ব্যক্তির অভিজ্ঞতায় বলা হয়েছে। নতুন ফলাফল ঠিক কখন জীবন শেষ হয়, সে সম্পর্কে আমাদের ধারণাকে চ্যালেঞ্জ করে। এ গবেষণার ফলাফল ফ্রন্টিয়ার্স ইন এজিং নিউরোসায়েন্স জার্নালে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞানীদের তথ্যমতে, মস্তিষ্ক জৈবিকভাবে মৃত্যুর জন্য নিজে থেকে প্রোগ্রাম করে হয়তো। মৃত্যুর সময় হুট করে বন্ধ না হয়ে ধীরে শারীরবৃত্তীয় ও স্নায়ুবিক একটি পরিবর্তন উপস্থাপন করে। সম্ভবত মৃত্যুর আগে শেষ সেকেন্ডে জীবনের একটি ভাষ্য রিপ্লে দেখায় মস্তিষ্ক। বিজ্ঞানীরা যদিও এখনো নিশ্চিত নন কীভাবে ও কেন এমন পর্যালোচনামূলক ঘটনা মস্তিষ্কে ঘটে। এটা কি নিছক নিউরোলজিক্যাল রেসপন্স, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য?

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!