দুই জন গুণী কবিকে স্মারক সম্মাননা প্রদান করেছে দুই বাংলার কবি সাহিত্যিকদের সংগঠন সাহিত্য নিকেতন। করোনাকালীন দুই বাংলার অনলাইনে কলমে কবিতা প্রতিযোগিতার এই সম্মননা প্রদান করা হয়।
শুক্রবার সাহিত্য নিকেতনের খুলনা কার্যালয়ে এক অনুষ্ঠানে তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেন সংগঠনের সভাপতি বিশ্বাস মিলন আহমেদ মিলি। পুরস্কার প্রাপ্তরা হলেন, কবি হালিমা নয়ন ও কবি রূম্পা রায়।
পরে বিশ্বাস মিলন আহমেদ মিলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাসে পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সহ-সাধারণ সম্পাদক শিবনাথ মণ্ডল হিমাংশু, কোষাধ্যক্ষ খন্দকার বাপ্পী ও প্রকাশনা সম্পাদক বিপুল কুমার বিশ্বাস। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ পাঠাগার সম্পাদক জুঁই রায়, সদস্য রুপা রায়সহ আরও অনেকে।
উল্লেখ্য করোনাকালে সরকার ঘোষিত স্বাস্থবিধি প্রতিপালন করার জন্য বাড়িতে বসে সাহিত্য নিকেতনের অনলাইনে কলমে কবিতা ও লাইভ প্রোগ্রামে কণ্ঠে কবিতা প্রতিযোগিতার আয়োজন করে। তারই ধারাবাহিকতায় দুই ক্যাটাগরিতে ১৫ জন বাচিকশিল্পী ও ১৫ জন কবিকে স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে। এর মধ্যে খুলনার দুই জনকে সম্মাননা প্রদান করা হল। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি ।
খুলনা গেজেট / এআর