করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) ভোর রাত সাড়ে ৩টা থেকে বিকাল সাড়ে ৪টার মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।
মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের শওকত আলীর স্ত্রী হামিদা খাতুন (৫২), কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের সুরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে গোবিন্দ বিশ্বাস (৬৫)ও কলারোয়া উপজেলার রায়টা গ্রামের আকছেদ আলী সরদারের ছেলে কামাল হোসেন (৩৫)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে গত ১৪ জুন বিকাল ৪টায় সদর উপজেলার পাথরঘাটা গ্রামের শওকত আলীর স্ত্রী হামিদা খাতুন সামেক হাসপাতালের ফ্লু কর্ণারে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৫ জুন) ভোর রাত ৩ টার দিকে তিনি মারা যান।
এদিকে একই ধরনের উপসর্গ নিয়ে কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের গোবিন্দ বিশ্বাস গত ১২ জুন সকাল ৯ টার ৫০ মিনিরে দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্ণারে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৫ জুন) বিকাল ১ টা ৫৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
অপরদিকে একই ধরনের উপসর্গ নিয়ে গত ৩ জুন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্ণারে ভর্তি হন কলারোয়া উপজেলার রায়টা গ্রামের কামাল হোসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৫ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। এনিয়ে ১৫ জুন পর্যন্ত সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৫৫ জন, আর উপসর্গে মারা গেছে আরো অন্তত ২৫১ জন।
অপরদিকে সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৫৩ দশমিক ১৯ শতাংশ। যা আগের দিনের তুলনায় ৪ দশমিক ২৭ শতাংশ বেশী।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা এসব মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তিদের মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।
খুলনা গেজেট/এমএম